Advertisement

কলকাতা

হাওড়া ব্রিজে মিনিবাসে বিধ্বংসী আগুন, দেখুন ছবি

বৈদ্য়নাথ ঝা / সুমন আদক
  • 19 Nov 2020,
  • Updated 9:12 PM IST
  • 1/7

ব্রিজের উপরই দাউ দাউ করতে জ্বলতে শুরু করে হরিনাভি-হাওড়া রুটের মিনিবাস। বাসটি চলা শুরু করতেই প্রথমে যাত্রীরাই ধোঁয়া দেখতে পান।  (বৈদ্যনাথ ঝা, সুমন আদক)

  • 2/7

বিপদ বুঝে সকলেই বাস থেকে নিরাপদে নিচে নেমে আসেন। যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে ট্রাফিক সূত্রের খবর। 

  • 3/7

বৃহস্পতিবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে হঠাৎই আগুন লেগে যায় একটি মিনিবাসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। 
 

  • 4/7

হাওড়া বাস ডিপো ছেড়ে কলকাতা অভিমুখে রওনা দিতেই বিপত্তি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

  • 5/7

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় বাসের যাত্রী থাকলেও কোনো হতাহতের খবর নেই। 

  • 6/7

  • 7/7

ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া এবং কলকাতা পুলিশ। সকলকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। সরিয়ে যাওয়া হয়েছে বাসটিকে ব্রিজের উপর থেকে। 

Advertisement
Advertisement