Advertisement

কলকাতা

Bengal Depression Updates: ফের নিম্নচাপ, ভারী বৃষ্টি-ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায়?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 12 Aug 2022,
  • Updated 6:42 PM IST
  • 1/12

Bengal Low Pressure Updates: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে। আর এর জেরে রাজ্যের বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 2/12

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারও নিম্নচাপের যে গতিপ্রকৃতি তা হল পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। মানে ওড়িশার দিকে। 

  • 3/12

আর্থাৎ বাংলার দিকে নয়। কিন্তু ওড়িশার দিকে মুভমেন্ট হলেও কিছু লো-প্রেশারের যে অংশ, তা বাংলার কয়েকটা জেলাতে প্রভাব পড়বে। এবং এর জেরে হাওয়া এবং আর্দ্রতা ঢুকবে।

 

  • 4/12

ফলে ১৩ এবং ১৫ অগাস্ট এই অঞ্চলে বৃষ্টি বাড়বে। এর মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা ১৪ তারিখ। সে সময় দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণা ভারী বৃষ্টি হবে। তখন এই জেলাগুলোর দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

  • 5/12

যেহেতু নিম্নচাপ বঙ্গোপসাগরে থাকবে, তাই বাংলার উপকূলবর্তী জেলাতে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে ১৩ অগাস্ট থেকে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়কে হয়রান করার চেষ্টা হচ্ছে, তোপ মমতার

আরও পড়ুন: কমছে COVID, ব্যাগ গুছিয়ে ফের ঘুরতে যেতে রেডি ভ্রমণপ্রেমীরা

আরও পড়ুন: Shocking! মহিলা জিমে তুললেন ১৮০ কেজির বারবেল, তত্‍ক্ষণাত্‍ মৃত্যু

  • 6/12

এবং পরবর্তী দুদিনে তা বাড়তে পারে। তখন গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে তা কিন্তু দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে তা বইতে পারে।

  • 7/12

সমুদ্রেও ওপর নিম্নচাপ থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে, তাই মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। 

  • 8/12

এখন যাঁরা মাছ ধরার জন্য গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের ১২ তারিখে ফেরত আসার কথা বলা হয়েছে।

  • 9/12

গত নিম্নচাপে ভাল বৃষ্টি পেয়েছে বাংলা। এবারও ধানচাষ বা পাট পচাতে সাহায্য় করবে এই বৃষ্টি।

  • 10/12

তবে এরই মাঝে সতর্কতা আছে। দিঘা, মন্দারমণি, সাগরে সতর্কতামূল কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু বিধিনিষেধ জারি করতে বলা হয়েছে। 

  • 11/12

উত্তরবঙ্গের ক্ষেত্রে ১৩ এবং ১৪ অগাস্ট-এই দুদিন দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 12/12

দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে তাপমাত্রা এখন বেশি রয়েছে। ৩-৫ ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রা বেশি থাকে। এই সময় এমন থাকে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কিছু না। 

Advertisement
Advertisement