Advertisement

কলকাতা

রাজ্যে বাড়ল ভ্যাকসিনের জোগান, শহরে এল ৪ লক্ষের বেশি Covishield

অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 06 Jul 2021,
  • Updated 9:47 PM IST
  • 1/8

রাজ্যে ভ্যাকসিন পাঠাল কেন্দ্র। মঙ্গলবার পুনে থেকে কলকাতায় এসে পৌঁছল ভ্যাকসিনের লক্ষাধিক ডোজ।  ৪ লক্ষ ৩৩ হাজার ৩৩০ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন রাজ্যে এসে পৌঁছেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে এই ভ্যাকসিন পাঠানো হয়েছি বলে খবর।

  • 2/8

দমদম বিমানবন্দরে ভ্যাকসিন এসে পৌঁছয়। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এই ভ্যাকসিন নিতে হাজির ছিলেন আধিকারিক অমলেশ বিশ্বাস।
 

  • 3/8

পর্যাপ্ত ভ্যাকসিন নেই, এমন অভিযোগ বারবার তুলেছে রাজ্য।

  • 4/8

যদিও স্বাস্থ্য দফতরের দাবি, অভাব মেটাতে আসা ভ্যাকসিন যথেষ্ট নয়। 
 

  • 5/8

স্বাস্থ্য দফতরের   উচ্চপদস্থ আধিকারিক অমলেশ বিশ্বাস দাবি করেন , এদিন সকাল পর্যন্ত রাজ্যে ৭ লক্ষ ভ্যাকসিনের অভাব ছিল।
 

  • 6/8

প্রত্যেকদিন বাংলায় ৩ লক্ষ ডোজ ভ্যাকসিন প্রয়োজন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে।  

  • 7/8

 এদিকে চলতি সপ্তাহের শুক্র ও শনিবার কলকাতা পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারে পাওয়া যাবে করোনা  ভ্যাকসিনের শুধু  দ্বিতীয় ডোজ।

  • 8/8

‘বহু মানুষের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বাকি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’, জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।

Advertisement
Advertisement