রাজ্যে ভ্যাকসিন পাঠাল কেন্দ্র। মঙ্গলবার পুনে থেকে কলকাতায় এসে পৌঁছল ভ্যাকসিনের লক্ষাধিক ডোজ। ৪ লক্ষ ৩৩ হাজার ৩৩০ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন রাজ্যে এসে পৌঁছেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে এই ভ্যাকসিন পাঠানো হয়েছি বলে খবর।
দমদম বিমানবন্দরে ভ্যাকসিন এসে পৌঁছয়। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এই ভ্যাকসিন নিতে হাজির ছিলেন আধিকারিক অমলেশ বিশ্বাস।
পর্যাপ্ত ভ্যাকসিন নেই, এমন অভিযোগ বারবার তুলেছে রাজ্য।
যদিও স্বাস্থ্য দফতরের দাবি, অভাব মেটাতে আসা ভ্যাকসিন যথেষ্ট নয়।
স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিক অমলেশ বিশ্বাস দাবি করেন , এদিন সকাল পর্যন্ত রাজ্যে ৭ লক্ষ ভ্যাকসিনের অভাব ছিল।
প্রত্যেকদিন বাংলায় ৩ লক্ষ ডোজ ভ্যাকসিন প্রয়োজন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে।
এদিকে চলতি সপ্তাহের শুক্র ও শনিবার কলকাতা পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারে পাওয়া যাবে করোনা ভ্যাকসিনের শুধু দ্বিতীয় ডোজ।
‘বহু মানুষের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বাকি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’, জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।