Bengal Summer Update: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। আগামী ২০ তারিখ সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রথমে সেটি আন্দামানে আছড়ে পড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস, এর পরে নিম্নচাপটি ক্রমশ বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যাবে।
তবে এর আন্দামানে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু জায়গায় জারি কমলা সতর্কতা।
বাংলার জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। কারণ এর অভিমুখ বাংলা থেকে অনেকটা দূরেই রয়েছে।
তবে এই ঘূর্ণিঝড়ের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলে মত হাওয়া অফিসের।
যদিও বাংলাত নিশ্চিতভাবে বৃষ্টি হবে কিনা এ বিষয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে কিছু বলা হয়নি।
গত ২-৩ দিন ধরে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বেড়ে গিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছ চড়া রোদের দাপট।
রাজ্য সর্বনিম্ন তাপমাত্রা এখন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই তাপমাত্রা আগামী কয়েকদিন আরও বাড়তে থাকবে।