Advertisement

কলকাতা

Bengal Summer Update: সাইক্লোনের জেরে বাংলায় তুমুল বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Mar 2022,
  • Updated 6:12 PM IST
  • 1/9

Bengal Summer Update: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। আগামী ২০ তারিখ সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রথমে সেটি আন্দামানে আছড়ে পড়বে।
 

  • 2/9

হাওয়া অফিসের পূর্বাভাস, এর পরে নিম্নচাপটি ক্রমশ বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যাবে।

  • 3/9

তবে এর আন্দামানে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু জায়গায় জারি কমলা সতর্কতা।

  • 4/9

বাংলার জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। কারণ এর অভিমুখ বাংলা থেকে অনেকটা দূরেই রয়েছে। 
 

  • 5/9

তবে এই ঘূর্ণিঝড়ের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলে মত হাওয়া অফিসের।

  • 6/9

যদিও বাংলাত নিশ্চিতভাবে বৃষ্টি হবে কিনা এ বিষয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে কিছু বলা হয়নি। 

  • 7/9

গত ২-৩ দিন ধরে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বেড়ে গিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছ চড়া রোদের দাপট। 
 

  • 8/9

রাজ্য সর্বনিম্ন তাপমাত্রা এখন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

  • 9/9

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই তাপমাত্রা আগামী কয়েকদিন আরও বাড়তে থাকবে। 

Advertisement
Advertisement