Bengal Weather Update: বসন্তে রংয়ের উৎসব পার হতেই পারদ চড়ল আরও বেশি। বসন্তেই তীব্র রোদে পুড়ছে রাজ্যবাসী।
এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যা আগামী ২০ তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। প্রথমে সেটি আন্দামানে আছড়ে পড়বে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ক্রমশ বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যাবে।
বাংলা থেকে এর অভিমুখ দূরে থাকায় আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।
ঘূর্ণিঝড়ের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলে মত আলিপুর হাওয়া অফিসের।
আন্দামানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
গত কয়েকদিনে যে হারে তাপমাত্রা বেড়েছে তাতে গরমের তীব্রতা বেড়েছে। পাশাপাশি, রোদের দাপট রাজ্যজুড়ে।