Advertisement

কলকাতা

Bengal Weather Forecast: ফিরছে ঠান্ডা, শীতের আমেজ আর ক'দিন? যা জানাল হাওয়া অফিস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 11 Feb 2022,
  • Updated 5:57 PM IST
  • 1/10

বাংলায় ফের তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী দু'দিন শীতের আমেজ থাকবে রাজ্যে। 

  • 2/10

ঠান্ডা এখনও চলে যায়নি। শুক্রবার সুখবর দিল আবহাওয়া দফতর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হল।    
 

  • 3/10

দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 
 

  • 4/10

তবে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
 

  • 5/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু-এক জায়াগায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • 6/10

তার পর উত্তরবঙ্গে পরিষ্কার ও শুষ্ক থাকবে। ৩ থেকে ৫ ডিগ্রি কমবে তাপমাত্রা। 

  • 7/10

আগামী দু'দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। তারপর তিন দিন কোনও পরিবর্তন হবে না। 
 

  • 8/10

কলকাতায় এখন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনে পারদ নেমে হবে ১৪ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি। 

  • 9/10

১৬ ফেব্রুয়ারির পর থেকে দিনের ও রাতের তাপমাত্রা বাড়বে। 

  • 10/10

তবে আপাতত রাতের তাপমাত্রায় কমায় শীতের আমেজ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement