কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আজ প্রথমে কালীঘাট মন্দির আসেন। সঙ্গে ছিলেন ভবানীপুরের প্রচার কমিটি সভাপতি অভিনেতা রুদ্রনীল ঘোষ।
প্রথমে মন্দিরে পুজো দেন তাঁরা। তারপর কালীঘাট মন্দির চত্বরে ভবানীপুরের থেকে ভোট চাইলেন। এরপর রুদ্রনীলকে সঙ্গে নিয়ে একটি লুচির দোকানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে লুচি খান।
তারপর পৌঁছে গেলেন চপের দোকানে এবং সেখানে চপ খেলেন। এইভাবে তিনি প্রচার সারলেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, বললেন বাংলায় যে ভোট পরবর্তী সন্ত্রাস, তার বিরুদ্ধে আমার লড়াই। আজ কালীঘাটে পুজো দিয়ে মন থেকে আশীর্বাদ চাইলাম।
তিনি আরও বলেন, এবারে ভোট প্রচারে প্রধান ইস্যু বেকারত্ব। আমরা এই ইস্যুকে সামনে নিয়ে এসে প্রচারে নামবে।
প্রিয়াঙ্কা আরও জানান, আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে লড়াইটা কঠিন, কিন্তু আমি সবসময় তৈরি থাকি। মায়ের কাছে এসেছি, যাতে মা শক্তি দেয় এই লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।