Advertisement

কলকাতা

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, 'আচ্ছে দিন' পোস্টার হাতে বাস মালিকরা

অরিন্দম ভট্টাচার্য
  • নাগেরবাজার,
  • 08 Jun 2021,
  • Updated 1:42 PM IST
  • 1/5

ডিজেলের মূল্যবৃদ্ধির (Diesel Price Hike) বিরুদ্ধে ফের প্রতিবাদ প্রদর্শন ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশান। দমদম নাগেরবাজার বাস টার্মিনাসে এই প্রতিবাদ দেখান বাস মালিকরা। প্রতিবাদকারী বাস মালিকদের হাতে দেখা যায় 'আচ্ছে দিন' ও 'মনকি বাত' লেখা পোস্টার। একইসঙ্গে সেই পোস্টারে ২০১৪-র সঙ্গে ২০২১-র ডিজেলের দামের পার্থক্য ও অন্যান্য বিষয়ও তুলে ধরা হয়। পোস্টারগুলি বিভিন্ন বাস ও মিনিবাসে সাঁটিয়েও দেন তাঁরা। 

  • 2/5

দিন কয়েক আগে 'দিদি আমাদের বাঁচান' পোস্টার নিয়েও প্রতিবাদে নামতে দেখা যায় বাস মালিকদের। এই ধরনের পোস্টারের মধ্য দিতে সাধারণ মানুষের সামনে তাঁদের বর্তমান অবস্থাটা তুলে ধরতে চান বলেই জানান ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশান সদস্যরা।

  • 3/5

এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, "আমার ২০১৪ সালে আচ্ছে দিনের কথা শুনেছিলাম। তখন ডিজেলের দাম ছিল ৫৫ টাকা প্রতি লিটার। আর এখন তার দাম লিটার প্রতি ৮৯ টাকারও বেশি।" তিনি আরও বলেন, "যে গাড়ির বিমা সেই সময় ৪২ হাজার টাকা ছিল, এখন তা বেড়ে ৫৮ হাজার টাকা হয়েছে। বাস ও মিনিবাসের নূন্যতম ভাড়া ছিল ৫ এবং ৭ টাকা। আর এখন তা হয়েছে ৭ ও ৮ টাকা।" 

  • 4/5

প্রদীপনারায়ণবাবুর আরও অভিযোগ, "ঋণে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ২০২১-এ তা চক্রবৃদ্ধি হারে বাড়ল।" তাই মুখ্যমন্ত্রী ও রাজ্যের সাধারণ মানুষের সামনে তাঁদের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে এসেছেন বলে জানান প্রদীপবাবু।

  • 5/5

আর শুধু নাগেরবাজারেই নয়, গোটা কলকাতায় প্রতিবাদ দেখান হবে বলেও জানান ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক। তবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ হলেও, এটা দাম কমানোর উপযুক্ত সময় নয় বলে জানিয়ে দিয়েছেন দেশের পেট্রোলিয়ামমন্ত্রী।  

Advertisement
Advertisement