Advertisement

কলকাতা

মাঝেরহাটে নবনির্মিত সেতুর উদ্বোধন, জেনে নিন কীভাবে ভেঙেছিল ব্রিজ?

Aajtak Bangla
  • 03 Dec 2020,
  • Updated 12:11 PM IST
  • 1/5

ভয়ানক এক বিকেল। খবর পাওয়া গেল ভেঙে পড়েছে মাঝেরহাট সেতু। সেইসঙ্গে দোষারোপের পালা। মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। 

  • 2/5

বেহালাবাসীর কলকাতায় পৌঁছতে প্রাণ অতিষ্ঠ হওয়া শুরু হল। ঘুরে ঘুরে যাতায়াত। সময়, টাকা- দুটোই বরবাদ। সমস্যা থেকে সমাধানে একের পর এক পরিকল্পনা।

  • 3/5

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন, এক বছরের মধ্য়ে সেতু বানানোর কাজ সেরে ফেলা হবে। তা হয়নি। তবে খুব কম সময়ে তা তৈরি করা হয়েছে বলে মনে করেন পূর্ত দপ্তরের কর্তারা। ব্রিজ ভাঙার কারণ হিসেবে বলা হয়, সেখানে মেরামতির জন্য বার বার পিচ দেওয়া হয়েছিল। ফলে নষ্ট হয়েছিল ব্রিজের কাঠামোর ভারসাম্য।

  • 4/5

সেতু তৈরির কাজে রেলের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হয়েছিল। কারণ নিচে রেললাইন আর ওপরে তৈরি হচ্ছে সেতু। মেট্রো রেলের কাজও হচ্ছিল।

  • 5/5

মুখ্যমন্ত্রী এই সেতুর নাম জয় হিন্দ ব্রিজ রাখা হবে বলে ঘোষণা করে দেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে।

Advertisement
Advertisement