Advertisement

কলকাতা

Durga Puja Weather: পুজোয় কোন কোন দিন ঠাকুর দেখতে বেরোলে ভিজবেন না, জানুন আবহাওয়ার আপডেট

Aajtak Bangla
Aajtak Bangla
  • 20 Sep 2025,
  • Updated 1:17 AM IST
  • 1/10

হাতে আর সপ্তাহখানেকও বাকি নেই। পুজোর শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। দুর্গা প্রতিমা শিল্পী তুলিতে শেষ টান দিচ্ছেন। এদিকে, কেনাকাটা প্রায় কমপ্লিট সকলেরই। ষষ্ঠী থেকে দশমী, কোন দিন কী জামা পরে ঠাকুর দেখতে যাওয়া হবে, তা-ও ফাইনাল। কিন্তু এ সবের মধ্যেই অসুর রূপে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছে নিম্নচাপ। হাওয়া অফিসের পুজোর আবহওয়ার পূর্বাভাস কার্যত মন খারাপ করিয়ে দিয়েছে রাজ্যবাসীর।
 

  • 2/10

দিনভর কয়েক পশলা হলেও পুজোয় বৃষ্টি হব, এ কথা আবহাওয়া দফতরের পূর্বাভাসেই স্পষ্ট। মহালয়া থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার অর্থাৎ মহালয়ার দুপুর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনভর মেঘলা আকাশ থাকলেও রোদ উঁকি দেবে অল্প বিস্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। 
 

  • 3/10


পুজোর সময়ে আবহাওয়া কেমন থাকবে, তা ৩ ভাগে ভাগ করে ব্যাখ্যা করেছে হাওয়া অফিস। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়া থেকে তৃতীয়া, ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থী থেকে সপ্তমী এবং ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ অষ্টমী থেকে দশমী। 

  • 4/10


২২ সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এর নেপথ্যে রয়েছে উত্তর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত। এরপর ২২ তারিখে সেই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে আসবে। এর জেরে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে ওই দিন।  ২৩ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সর্বত্রই হাল্কা থেকে মাঝারি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন।  
 

  • 5/10

২৪ এবং ২৫ সেপ্টেম্বর কিছুটা হলেও কমবে বৃষ্টিপাত। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ততদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের ছোটবড় অধিকাংশ জনপ্রিয় মণ্ডপই উদ্বোধন করে ফেলবেন। উদ্যোক্তারাও জনসাধারণের উদ্দেশে খুলে দেবেন প্যান্ডেলগুলি। ফলে বৃষ্টি এবং ভিড় এড়াতে আগেভাগে মণ্ডপ দেখতে যাওয়ার প্ল্যানিং করে ফেলতেই পারেন অনেকে।  
 

  • 6/10

২৫ তারিখেও বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে তৈরি হবে একটি নতুন নিম্নচাপ। পূর্ব এবং মধ্য পূর্ব বঙ্গোপসাগরের এই নিম্নচাপ গভীর হবে ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে। অর্থাৎ পঞ্চমী থেকে সপ্তমীর মাঝেই চোখরাঙাবে নিম্নচাপটি। 
 

  • 7/10

২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সর্বত্রই দিনভর কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে সপ্তমী পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। ৩০ থেকে ২ অর্থাৎ অষ্টমী, নবমী, দশমীতে শুরুর দিকে বৃষ্টি হাল্কা থেকে মাঝারি হলেও আস্তে আস্তে তা বাড়তে থাকবে। দশমীর দিন ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। 
 

  • 8/10

কলকাতায় ২১ তারিখ অর্থাৎ মহালয়ার দিন আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ এক-দু পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 
 

  • 9/10

২২ তারিখ থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে। দিনে মেঘলা আকাশ এক দু পশলা হবে দিনভর।  ২৩ তারিখও দিনের বেশিরভাগ সময়েই মেঘলা থাকবে আকাশ। দিনের তাপমাত্রা কমে দাঁড়াবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।  
 

  • 10/10


২৪ এবং ২৫ সেপ্টেম্বর বৃষ্টি কিছুটা হলেও কমবে। ফলে প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা থাকলে সেদিনই সের ফেলুন। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতার আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা থাকতে পারে ২৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সারাদিন কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ফলে প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা থাকলে সতর্ক হন। 

Advertisement
Advertisement