Advertisement

কলকাতা

হাওড়া ব্রিজ বদলে গেল নীল-সবুজে, সার্ভাইক্যাল ক্য়ান্সার সচেতনতার বার্তা

Aajtak Bangla
  • 18 Nov 2020,
  • Updated 12:17 AM IST
  • 1/6

রঙ কত কথা বলে যায়। দিয়ে যায় অনেক বার্তা।

  • 2/6

ঠিক তেমনই নীল-সবুজের মানে সার্ভাইক্য়াল ক্যান্সার নিয়ে মানুষকে আরও সচেতন করে তোলা।

  • 3/6

বাদ দিতে হবে রোগ। আর তা-ই তো সে ব্যাপারে আরও জানতে হবে।

  • 4/6

কী করে এই রোগ ঠেকানো যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) তাদের সম্মেলনে ঘোষণা করেছে।

  • 5/6

শুরু করে দিতে হবে তার কাজ। তার সূত্র হল 'ঠেকান, দেখান আর সেরে উঠুন।'

  • 6/6

দেশ-বিদেশের বেশ কিছু স্থপাত্য এই রঙে নিজেকে সাজিয়েছিল। হাওড়া ব্রিজও ছড়িয়ে দিল সচেতনতার বার্তা।

Advertisement
Advertisement