Advertisement

পশ্চিমবঙ্গ

সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি, বঙ্গে আপাতত উধাও শীত

Aajtak Bangla
  • 19 Nov 2020,
  • Updated 7:56 AM IST
  • 1/9

চলতি মাসের প্রথম দিকে শীত শীত ভাব অনুভূত হলেও বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে ফের বাড়তে থাকে পারদ।
 

  • 2/9

বুধবার সকাল থেকে শহরের আকাশ ছিল মেঘলা। ফলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয় । আগামী কয়েকদিন আবহাওয়া এরকমই থাকবে বলে জানায় আবহাওয়া দফতর। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। 

  • 3/9

তবে বৃহস্পতিবার আকাশ সামান্য মেঘলা থাকলেও শহরে বৃষ্টির সম্ভাবনা কমেছে। সেইসঙ্গে  তাপমাত্রার পারদের ঊর্ধ্বমুখী বর্তমান। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিনও শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াল, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। 

  • 4/9

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। ফলে আপাতত উধাও হবে শীতের আমেজ।

  • 5/9

তবে হাওয়া অফিস জানাচ্ছে আগামী সোমবার নাগাদ আকাশ পরিষ্কার হতে পারে। সেক্ষেত্রে আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

  • 6/9

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে, আগামী সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার ফলে হুহু করে নামতে পারে পারদ। উত্তরবঙ্গ সিকিম এবং উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা থাকবে।

  • 7/9

আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের  উত্তরবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পং-এ সামান্য  বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
 

  • 8/9

দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে , পরবর্তী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকার কথা বলা হয়েছে। তবেএদিন  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী দু থেকে ৪ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

  • 9/9

এদিকে উত্তরভারতে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখে তুষারপাত চলছে। সাদা বরফের চাদরে ঢেকেছে কেদারনাথ, বদ্রীনাথ, জম্মু ও কাশ্মীর।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement