Advertisement

কলকাতা

KMC-র নির্মীয়মান পাম্পিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজেশ সাহা
  • কলকাতা,
  • 07 Jun 2021,
  • Updated 8:45 AM IST
  • 1/5

কলকাতা পুরসভার (KMC) নির্মীয়মান পাম্পিং স্টেশনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১ কর্মীর। ঘটনাটি ঘটেছে গল্ফগ্রিন থানার অন্তর্গত কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের আজাদগড় এলাকায়।

  • 2/5

জানা গিয়েছে ওই এলাকায় একটি নির্মীয়মান পাম্পিং স্টেশনে কাজ করছিলেন শ্রমিকরা। পোস্টের ওপরে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন তাঁরা। 

  • 3/5

সেই পোস্টেরই একটি পাইপে বিদ্যুৎ সংযোগ ছিল, যা তাঁরা জানতেন না। কাজ করাকালীন ওই পাইপে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হন আদতে বাঁশদ্রোনি এলাকার বাসিন্দা ওই শ্রমিক।

  • 4/5

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার জেরে শোকে পাথর মৃত শ্রমিকের পরিবার।

  • 5/5

গোটা বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ ও পুলিশ। কীকরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই কাজ শুরু হল, বা কারও কোনও গাফিলতির জেরেই এই ঘটনা কি না, সেইসব বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।  
 

Advertisement
Advertisement