Advertisement

কলকাতা

Kolkata flood: অলটাইম রেকর্ড! '৭৮, '৮৬ এর পর ২০২৫? বিপর্যয়ের সেই ভয়াবহ স্মৃতি মনে পড়ছে অনেকের

মিলন শর্মা
  • কলকাতা ,
  • 23 Sep 2025,
  • Updated 1:10 PM IST
অলটাইম বৃষ্টির রেকর্ডের তথ্য দিল আবহাওয়া দফতর
  • 1/11

১৯৭৮ সাল, তারপর ১৯৮৬, আর গতকাল, সোমবার রাত। অলটাইম বৃষ্টির রেকর্ডের তথ্য দিল আবহাওয়া দফতর। সেপ্টেম্বরে এত বৃষ্টি এর আগে আর হয়নি। 

  • 2/11

২৮৯.৯ মিমি বৃষ্টি হয়েছে কলকাতায়। যা রীতিমতো ভয়ঙ্কর। উৎসব মুখর কলকাতা শহরে মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টির ‘ডবল সেঞ্চুরি’। 

  • 3/11

আইএমডি-র তথ্য অনুযায়ী, পাহাড়ের মেঘভাঙা বৃষ্টি হয়েছে কলকাতায় হয়েছে। সাধারণ নিয়মে, টানা এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টি হিসেবে চিহ্নিত করা হয়। 

  • 4/11

মঙ্গলবার শহরের সাতটি জায়গায় এক ঘণ্টার বেশি সময় ধরে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে কিছু এলাকায় মাত্র দুই-তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২০০ মিলিমিটারেরও বেশি।
 

  • 5/11

সোমবার রাত ১২টা থেকে হালকা বৃষ্টিপাত শুরু হলেও মাঝরাতে তা তীব্র আকার ধারণ করেছে। সঙ্গে ছিল বজ্রগর্জন ও আলোর ঝলকানি।

  • 6/11

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বৃষ্টির তীব্রতা সামান্য কমলেও আবহাওয়া দফতর এটিকে ‘ইন্টারভাল’ বলে উল্লেখ করেছে।
 

  • 7/11

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে প্রবল বৃষ্টি হয়েছে।

  • 8/11

নিম্নচাপের প্রভাবে মেঘ ভেসে ভেসে বাংলায় ঢুকে পড়ছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিন ঘণ্টার মধ্যে ফের বৃষ্টি শুরু হতে পারে।
 

  • 9/11

যদিও শহর কলকাতায় পরিস্থিতি খুবই কঠিন, তবু দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে এর প্রভাব তুলনামূলকভাবে কম। 

  • 10/11

হাওয়া অফিস জানিয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায়, সঙ্গে কিছুটা প্রভাব পড়েছে হাওড়া ও হুগলিতে। 

  • 11/11

বাকি জেলা যেমন দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়াতেও বৃষ্টি হয়েছে, তবে শহরের তুলনায় তা কম।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement