১৯৭৮ সাল, তারপর ১৯৮৬, আর গতকাল, সোমবার রাত। অলটাইম বৃষ্টির রেকর্ডের তথ্য দিল আবহাওয়া দফতর। সেপ্টেম্বরে এত বৃষ্টি এর আগে আর হয়নি।
২৮৯.৯ মিমি বৃষ্টি হয়েছে কলকাতায়। যা রীতিমতো ভয়ঙ্কর। উৎসব মুখর কলকাতা শহরে মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টির ‘ডবল সেঞ্চুরি’।
আইএমডি-র তথ্য অনুযায়ী, পাহাড়ের মেঘভাঙা বৃষ্টি হয়েছে কলকাতায় হয়েছে। সাধারণ নিয়মে, টানা এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টি হিসেবে চিহ্নিত করা হয়।
মঙ্গলবার শহরের সাতটি জায়গায় এক ঘণ্টার বেশি সময় ধরে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে কিছু এলাকায় মাত্র দুই-তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২০০ মিলিমিটারেরও বেশি।
সোমবার রাত ১২টা থেকে হালকা বৃষ্টিপাত শুরু হলেও মাঝরাতে তা তীব্র আকার ধারণ করেছে। সঙ্গে ছিল বজ্রগর্জন ও আলোর ঝলকানি।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বৃষ্টির তীব্রতা সামান্য কমলেও আবহাওয়া দফতর এটিকে ‘ইন্টারভাল’ বলে উল্লেখ করেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে প্রবল বৃষ্টি হয়েছে।
নিম্নচাপের প্রভাবে মেঘ ভেসে ভেসে বাংলায় ঢুকে পড়ছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিন ঘণ্টার মধ্যে ফের বৃষ্টি শুরু হতে পারে।
যদিও শহর কলকাতায় পরিস্থিতি খুবই কঠিন, তবু দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে এর প্রভাব তুলনামূলকভাবে কম।
হাওয়া অফিস জানিয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায়, সঙ্গে কিছুটা প্রভাব পড়েছে হাওড়া ও হুগলিতে।
বাকি জেলা যেমন দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়াতেও বৃষ্টি হয়েছে, তবে শহরের তুলনায় তা কম।