করোনা পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্যের পরিস্থিতি। শিয়রে তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি। রাজ্যে লোকাল ট্রেন যদিও বন্ধই রাখা হয়েছে। তবে খোলা হয়েছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স। মেট্রোও হয়েছে স্বাভাবিক। এবার কলকাতার পার্কগুলিও আরও বেশিক্ষণ খোলা রাখার অনুমতি মিলেছে।
কলকাতায় সমস্ত পার্কের সময়সীমা বাড়ানো হয়েছে।
প্রাতঃভ্রমণের জন্য ৬ টা থেকে সকাল ৯টা পর্যন্ত সমস্ত পার্ক খোলা থাকছে।
সেই সঙ্গে আগামিকাল থেকে অতিরিক্ত দু'ঘণ্টা সন্ধ্যাকালীন ভ্রমণের জন্য সময়সীমা বাড়ালো কলকাতা পৌরসভা।
বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলকাতায় সমস্ত পার্ক খোলা থাকবে। তবে কোভিড পরিস্থিতিতে চিলড্রেন পার্ক আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা। যদিও সমস্ত পার্কে ঢুকতে গেলে অবশ্যই করোনা ভ্যাকসিনের ২টি টিকা সম্পূর্ণ করতে হবে।