Advertisement

কলকাতা

India’s Safest Metro City: দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ মেট্রো শহর Kolkata! জানাল NCRB রিপোর্ট

Aajtak Bangla
  • 15 Sep 2021,
  • Updated 5:09 PM IST
  • 1/6

দেশের ১৯টি মেট্রোপলিটান শহরের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের নাম কলকাতা। তালিকার ১৯টি শহরের মধ্যে এই কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম। মঙ্গলবার রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB)।

  • 2/6

শুধু তাই নয়, ২০১৮ সাল থেকে ২০২০ পর্যন্ত ধাপে ধাপে কলকাতায় অপরাধের সংখ্যা অনেকটাই কমেছে। এই নিয়ে পর পর তিনবার দেশের সবচেয়ে নিরাপদ মেট্রো শহরের তালিকার শীর্ষে নাম তুলল কলকাতা।

  • 3/6

‘Crime in India, 2020’ শীর্ষক ওই রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে প্রত্যেক এক লক্ষ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার ১২৯.৫। যেখানে মুম্বইয়ে এই হার ৩১৮.৬, দিল্লিতে ১৬০৮.৬, চেন্নাইয়ে অপরাধের হার ১৯৩৭.১, সুরাতে ১৩০০, আহমেদাবাদে ১,৩০০ এবং বেঙ্গালুরুতে ৪০১.৯।

  • 4/6

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) এই রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে কলকাতায় অপরাধের সংখ্যা ছিল ১৯,৬৮২। ২০১৯-এ সেই সংখ্যাটা কমে হয় ১৭,৩২৪। ২০২০ সালে এই শহরে অপরাধের সংখ্যা আরও কমে ১৫,৫১৭-এ এসে ঠেকেছে।

  • 5/6

‘Crime in India, 2020’ শীর্ষক ওই রিপোর্ট অনুযায়ী, মেয়েদের বিরুদ্ধে হওয়া অপরাধের সংখ্যাতেও দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর থেকে অনেকটা নিরাপদ শহর কলকাতা। গত এক বছরে কলকাতায় মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২,০০১। যেখানে দেশের রাজধানী শহর দিল্লিতে এই সংখ্যাটা ৯,৭৮২। বেঙ্গালুরুতে মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২,৭৩০।

  • 6/6

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) এই রিপোর্ট অনুযায়ী, দেশের ১৯টি বড় শহরের মধ্যে ধর্ষণ, পণের দাবিতে খুন বা শারীরিক নির্যাতনের মতো অপরাধের ঘটনাতেও দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর থেকে অনেকটা পিছিয়ে রয়েছে কলকাতা। অর্থাৎ, অপরাধের নথিভুক্ত সংখ্যার বিচারে, সামগগ্রিক নিরাপত্তা ও সুরক্ষার নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা।

Advertisement
Advertisement