Advertisement

কলকাতা

Rain-Weather Update : জেলায় জেলায় আরও বাড়বে বৃষ্টি, কলকাতাতেও ফের রাতভর বর্ষণ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Dec 2023,
  • Updated 12:36 PM IST
  • 1/10

ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে অবস্থান করছে। তার জেরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে বৃষ্টি হচ্ছে। প্রভাব পড়েছে  বাংলাতেও। বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর সেই বৃষ্টি চলবে লাগাতার। 

  • 2/10

মৌসম ভবনের পূর্বাভাস, অসময়ের এই বৃষ্টি এখনই থামবে না। বৃহস্পতিবার তো বৃষ্টি হবেই। শুক্রবারও দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

  • 3/10

বরং শুক্রবার সকাল থেকে বৃষ্টি আরও বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 4/10

একইসঙ্গে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টি বাড়তেও পারে। 

  • 5/10

কলকাতা নিয়েও খবর স্বস্তির নয়। মৌসম ভবনের পূর্বাভাস,শুক্রবার সকাল পর্যন্ত পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দিনভর আকাশ থাকবে মেঘলা।

  • 6/10

 কলকাতায় এমনিতেই বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। রাতভর কলকাতার নানা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। 

  • 7/10

শুক্রবারও কলকাতায় বৃষ্টি হতে পারে। কোথাও ভারী আবার কোথাও মাঝারি। মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের নানা জেলার মতো শহর কলকাতাতেও বৃষ্টি হতে পারে রাতভর। 

  • 8/10

তবে শুক্রবার বেলার পর থেকে বৃষ্টি থামতে পারে কলকাতায়। তারপর থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। 

  • 9/10

প্রসঙ্গত নিম্নচাপের জেরে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না। তবে শুক্রবারের পর থেকে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে রাজ্যে। 

  • 10/10

সেক্ষেত্রে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত উপভোগ করবে রাজ্যবাসী। 

Advertisement
Advertisement