মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন শাহ। সেখানে তাঁর পছন্দমতো নিরামিষ খাবার তৈরি করা হয়েছে। এক নজরে দেখে নিন মেনুতে কী কী রয়েছে। ছবি পিটিআই (ছবিটি বাঁকুড়ার আদিবাসী পরিবারে অমিত শাহের মধ্যাহ্নভোজনের সময় তোলা)
স্বরাষ্ট্রমন্ত্রীর মেনুতে বিরাট আয়োজন রয়েছে। ভাত. রুটি, ছোলার ডাল, মুগের ডাল থাকছে মেনুতে।ছবি পিটিআই
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য আয়োজন করা হয়েছে পনির, বেগুন ভাজা, শুক্তো, চাটনি ও নলেন গুড়ের পায়েসও। অমিত শাহের আপ্যায়নে কোনও খামতি যাতে না হয়, সেই দিকেও নজর রাখা হবে। ছবি পিটিআই
নবীন বিশ্বাসের বউ সমস্ত খাবার বানিয়েছেন। কলাপাতায় করে খাবার দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।ছবি পিটিআই
গতকালই বাঁকুড়ায় অদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তাঁর মেনুতে ছিল ভাত, পোস্ত, ডাল, চাটনি। ছবি পিটিআই
দুইদিনের বঙ্গ সফরে এদিন দক্ষিণেশ্বর মন্দিরেও যান তিনি। পরে সেখান থেকে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি গিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি পিটিআই