Advertisement

কলকাতা

PHOTOS: মহেশতলার বিধ্বংসী আগুন নেভাল রোবট, দেখুন সেই ছবি

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 20 Jul 2021,
  • Updated 6:35 PM IST
  • 1/10

মহেশতলার আগুন নেভাতে অবশেষে রোবট নামানো হল। আগুন নেভানোর কাজে এই প্রথম রোবটের ব্যবহার হল রাজ্যে। এর আগে এই রোবটের ট্রায়াল রান হলেও বাস্তবে পরিস্থিতি মোকাবিলার কাজে আগে নামানো হয়নি। 

  • 2/10

এই নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানান, রাজ্যে আগুন নেভানোর কাজে এই প্রথম রোবট ব্যবহার করা হল। রোবটটি দ্রুত আগুন নেভাতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

  • 3/10

আজ সকালে আগুন লাগে  মহেশতলার ডাকঘর এলাকার নারকেল তেল এবং স্যানিটাইজার কারখানায়। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। 

  • 4/10

একে একে দমকলের ৬টা ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। তবে খুব একটা সাফল্য পাননি দমকলকর্মীরা। বরং আগুন আরও ছড়িয়ে পড়তে শুরু করে। 

  • 5/10

আগুন লাগার পর আহতও হন ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। 

  • 6/10

তবে পরিস্থিতি বেগতিক দেখে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফোমের ব্যবহার শুরু হয়। তাতে আগুন আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে আগুনকে সম্পূর্ণ আয়ত্তে রোবট নামানোর পরিকল্পনা নেওয়া হয়। 

  • 7/10

সেই মতো নামানো হয় রোবট। আর সেই রোবট ময়দানে নেমেই নিজের কামাল দেখাতে শুরু করে। 

  • 8/10

বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। রোবট দেখতে অনেকেই ভিড় জমান। 

  • 9/10

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আগে থেকে রোবট নামালে এতটা সময় লাগত না। 

  • 10/10

কী কারণে আগুন লেগেছিল, তার তদন্ত শুরু হয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে কারখানার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

Advertisement
Advertisement