Advertisement

পশ্চিমবঙ্গ

কলকাতা চিড়িয়াখানায় পাঠান হতে পারে সীমান্তে উদ্ধার হওয়া সাপ

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • নদিয়া,
  • 20 Jul 2021,
  • Updated 8:24 PM IST
  • 1/6

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর হাতে উদ্ধার হওয়া গোখরো, দাঁড়াশ ও বেলেবোরা সাপগুলির ঠিকানা হতে পারে কলকাতা চিড়িয়াখানা। বনদফতর সূত্রে এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে। 

  • 2/6

বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে পাচারের সময় ২৯টি বেলেবোরা, ১টি গোখরো ও ১টি দাঁড়াশ সাপ উদ্ধার করে বিএসএফ। উদ্ধারের পর সাপগুলিকে তুলে দেওয়া হয় রানাঘাট বনদফতরের হাতে। 

  • 3/6

জানা গিয়েছে, সোমবার সকালে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ফতেপুর আউট পোস্টের কাছে তিন-চারজন পাচারকারী কয়েকটি ড্রাম নিয়ে প্রতিবেশী দেশ থেকে এই দেশের দিকে আসছিল। 

  • 4/6

সেই সময় বিএসএফ-এর জওয়ানরা চ্যালেঞ্জ করলে, ড্রামগুলি ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা। পড়ে থাকা ড্রামগুলিতে তল্লাশি মোট ৩১টি সাপ উদ্ধার হয়। 

  • 5/6

সীমান্তে উদ্ধার হওয়া ওই সাপগুলিকে রানাঘাট বনদফতরের হাতে তুলে দেয় বিএসএফ। বর্তমানে রানাঘাট বনদফতরেই সংরক্ষিত রয়েছে সাপগুলি।

  • 6/6

তবে সেগুলিতে জঙ্গলে ছাড়া হবে নাকি কলাকাতা চিড়িয়াখানায় পাঠান হবে সেই বিষয়ে রাজ্য বনদফতরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement