Advertisement

কলকাতা

Mamata Banerjee Bhawanipur: ভবানীপুরে শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোটপ্রচার; দেখুন

সূর্যাগ্নি রায়
  • কলকাতা,
  • 04 Sep 2021,
  • Updated 5:27 PM IST
  • 1/6

কয়েকঘণ্টা আগেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ভবানীপুরে আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হবে। আর তা ঘোষণার পরই তৃণমূলের তরফে ভোটের প্রচার শুরু হয়ে গেল। তাদের তরফে শুরু হল ব্যানার লাগানো। 

  • 2/6

ভবানীপুরে প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা রয়েছে। এখনও তৃণমূলের তরফে প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে প্রার্থী ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার শুরু করেছেন তৃণমূলের একাংশ। 

  • 3/6

এদিন কালীঘাটের কাছে জয়হিন্দ বাহিনীর তরফে মমতার সমর্থনে ব্যানার লাগানো শুরু হয়। আবার কোনও কোনও জায়গায় দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। ব্যানারে লেখা, 'ভবানীপুরে আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করুন।' 

  • 4/6

এদিনই নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ৩০ সেপ্টেম্বর ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ । বাকি যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন বাকি সেইগুলিতে কবে ভোট হবে তা এখনও জানানো হয়নি কমিশনের তরফে। 

  • 5/6

কমিশন জানিয়েছে, রাজ্য সরকার তাদের এই মর্মে চিঠি দিয়েছে যে, রাজ্যে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সাংবিধানিক সংকট এড়াতে যেন ভবানীপুরে ভোট গ্রহণ করানো হয়। আর সেই অনুরোধের কমিশন ভোট গ্রহণ করতে সম্মত হয়েছে। 

  • 6/6

যদিও ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করানোর জেরে বেশ অসন্তুষ্ট গেরুয়া শিবির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁরা আগে পুর ভোট চেয়েছিলেন। তারপর উপনির্বাচন। যদিও তাঁরা উপনির্বাচনের জন্যও প্রস্তুত। 

Advertisement
Advertisement