করোনা ও মোদী, জোড়া অসুর বধ করবে দুর্গা মমতা। এমনটাই ইচ্ছা দলের কর্মীদের। তাই অত্যুৎসাহী দলীয় কর্মীরা শোভাবাজারে মানচিত্র এঁকে নিজেদের ইচ্ছে প্রকাশ করল।
রবিবার উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি দেওয়ালে আঁকা হলো ভারতের মানচিত্র।
সেই মানচিত্রে ভারতের যে কটি রাজ্য রয়েছে, সে কটি রাজ্যেই তাদের নিজস্ব ভাষায় লেখা রয়েছে মা মমতা।
রাজনৈতিক মহলে মা বা আম্মা নামে শুধুমাত্র জনপ্রিয় ছিলেন জয়ললিতা। কিন্তু এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সাথেও যুক্ত হল মা।
অন্তত এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের মানুষের কাছে পরিচিত করতে প্রতীকী প্রচার শুরু করলেন। তাঁদের ইচ্ছা সংবাদ মাধ্যমের মাধ্য়মে যাতে বার্তা গোটা দেশে ছড়িয়ে যায়।
যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হল, যেভাবে মা রূপে সারা বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় আঁকড়ে ধরে রেখেছেন, ঠিক সেভাবেই সারা ভারতবর্ষকেই যেন মমতা বন্দ্যোপাধ্যায় আঁকড়ে ধরে রাখেন।
তাই আজ এই উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা দাবি করছেন, নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন।
যিনি সারা ভারতবর্ষে ভালো রাখতে পারেন। তাই তাঁরা ভারতবর্ষের মানচিত্রে প্রতিটি রাজ্যের ভিন্ন ভাষায় লিখলেন মা মমতা। এতে লাভ হবে কিছু ?
তৃণমূল কর্মীদের দাবি, এটা শুরু এবং তাঁদের বিশ্বাস। ধীরে ধীরে এই বিশ্বাস দেশের প্রতিটি রাজ্য তাঁরা ছড়িয়ে দিতে চান।
মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা দেবী দুর্গারূপে পরিকল্পনা করেছেন। তাই এই মুহূর্তে তৃণমূল কর্মীদের চোখে দুটি মাত্র সমস্যা ধরা পড়েছে।
এক বিশ্বব্যাপী অতিমারি, করোনা। যা বিশ্বের বিপদ। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা দেশের পক্ষে বিপদ বলা তাঁদের দাবি।
তৃণমূল কর্মীরা চান সবাইকে সরিয়ে রক্ষা করতে এগিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁরা বার্তা দিতে এই দেওয়ালচিত্র আঁকছেন।
শুধু মানচিত্র নয়, পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বড় দেওয়ালচিত্র এঁকে তাঁরা মুখ্যমন্ত্রীর প্রতিও তাঁদের ভালবাসার বার্তা পৌঁছে দিতে চান।