Advertisement

কলকাতা

Mamata Banerjee Kalighat: চৈত্র সংক্রান্তির দিন কালীঘাটে সপরিবার মমতা, দিলেন পুজোও; Photos

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2024,
  • Updated 1:40 AM IST
  • 1/12

পয়লা বৈশাখের আগে কালীঘাটে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষবরণের আগের রাতে কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

  • 2/12

নিজের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে হাজির হন তিনি। পুজো শেষে মন্দির চত্বর প্রদর্শন করেন।

 

  • 3/12

পুজো শেষে মন্দির চত্বর ঘুরে দেখার পর মেয়র ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে মন্দিরের বাইরে নির্মীয়মাণ স্কাইওয়াকের কাজ শেষ হওয়ার সময়সীমা জানিয়ে দিলেন।
 

  • 4/12

তিনি জানান, আমি প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন কালীঘাট মন্দিরে আসি, পুজো দিই। 

  • 5/12

তিনি জানান, স্কাইওয়াকের কাজ চলছে, অগস্ট মাসে শেষ হয়ে যাবে। হকারদের বসানোর আগে সব কিছু একটা সিস্টেমে আনতে হবে বলেও দাবি করেন তিনি।

  • 6/12

পুজো শেষে মন্দির চত্বর ঘুরে দেখার পর মেয়র ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে মন্দিরের বাইরে নির্মীয়মাণ স্কাইওয়াকের কাজ শেষ হওয়ার সময়সীমা জানিয়ে দিলেন।
 

  • 7/12

মন্দির নতুন করে সাজিয়ে তোলা প্রসঙ্গে মমতা জানান, মুকেশ আম্বানি মন্দিরের চূড়াটা করেছে। আমরাও সংস্কারের কাজ করেছি। প্রায় ২০০ কোটি টাকা আমাদেরও খরচ হয়েছে।
 

  • 8/12

মন্দিরে তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায় ও কাজরী বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গেই কালীঘাট মন্দিরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া। 

  • 9/12

এদিন প্রায় আধ ঘণ্টারও বেশি সময় কালীঘাটে ছিলেন মমতা। তিনি মন্দির চত্বরের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

  • 10/12

এদিন কালীঘাট মন্দিরে যাওয়ার আগে তিনি যান মন্দির চত্বরেই থাকা নকুলেশ্বর ভৈরব মন্দিরেও। সেখানও পূজা অর্চনা করেন মমতা।
 

  • 11/12

শনিবার যে মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে আসবেন সেটা আগেই জানিয়ে দেন তিনি। সেই কথা অনুযায়ী আজ সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

  • 12/12

টানা প্রচার চলছে। তাছাড়া নির্বাচনী বিধির জন্য নববর্ষের অনুষ্ঠানে থাকতে পারবেন না তিনি। তাই আগের দিনই পুজো দিয়ে মায়ের কৃপা প্রার্থনা করে গেলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement