Advertisement

কলকাতা

PM Narendra Modi Birthday : মোদীর জন্মদিনে চা-পকোড়া বেচে প্রতিবাদ যুব কংগ্রেসের!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2021,
  • Updated 8:45 PM IST
  • 1/12

PM Narendra Modi Birthday: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করল যুব কংগ্রেস। শুক্রবার ছিল তাঁর জন্মদিন। এদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অংশে প্রতিবাদ করল কংগ্রেসের যুবরা। কলকাতার মহম্মদ আলি পার্কের কাছে অভিনব প্রতিবাদে নামল।

  • 2/12

কেউ বেচলেন পকোড়া, কেউ জুতো পালিশ করলেন। এভাবেই তারা প্রতিবাদ জানালেন।

  • 3/12

একদিকে সৌজন্য, অন্যদিকে কটাক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এমনই অবস্থান নিল জাতীয় কংগ্রেসের। শুক্রবার তাঁর জন্মদিন। তাই জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, এই দিনটিকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করবে যুব কংগ্রেস।

  • 4/12

টুইটে শুভেচ্ছা
এদিন রাহুল গান্ধী টুইটে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। খুবই সংক্ষেপ ছিল সেই শুভেচ্ছাবার্তা। তিনি টুইটে লিখেছেন, শুভ জন্মদিন মোদী জি।

  • 5/12

বেকারত্ব দিবস
এ তো গেল সৌজন্যের অংশ। এবার কংগ্রেসের কটাক্ষ। দলের অন্যতম শীর্ষ নেতা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। আর তখনই দলের যুব সংগঠন এই দিনটিকেই বেছে নিয়েছেন আন্দোলনের জন্য। তারা এই দিনটিকে বেকারত্ব দিসব হিসেবে পালন করল। সেখান থেকে বিজেপির কড়া সমালোচনা করা হয়।

  • 6/12

পথে যুব কং
আজ মোদীর জন্মদিনকে জাতীয় বেকারত্ব দিবস পালন করল যুব কংগ্রেস। দেশের বিভিন্ন অংশে তা পালন করা হল। তাদের দাবি, দেশে বেকারত্ব বাড়ছে। আর সরকার উদাসীন। তারই প্রতিবাদে এই কর্মসূচি।

  • 7/12

হল্লা বোল
প্রধানমন্ত্রীর জন্মদিনে 'হল্লা বোল' কর্মসূচি পালন করল বাংলার যুব কংগ্রেস কর্মীরা। কলকাতার মহম্মদ আলি পার্কে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন তাঁরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান, প্রদেশ যুব কংগ্রেস রাজ্য সভাপতি শাদাব খান, সম্পাদক হাবিবুর রহমান শাহনওয়াজ খান, অরবিন্দ কোরি, পঙ্কজ সোনকর, আশফাক আহমেদ, দীপশিখা ভৌমিক-সহ সংগঠনের অন্য নেতারা।

  • 8/12

আবদুল মান্নানকেও পকোড়া ভাজতে দেখা যায়। শাদাব খানকে দেখা যায় জুতো পালিশ করতে।

  • 9/12

সেখানে জমায়েতের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। এলআইসি, বিমান-রেল বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। তার প্রতিবাদ জানানো হয়।

  • 10/12

কংগ্রেস নেতা আবদুল মান্নান এদিন কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন।

  • 11/12

তাদের আরও অভিযোগ, দেশে কর্মসংস্থান নেই। তাই প্রধানমন্ত্রী যুবদের পকোড়া বিক্রির পরামর্শ দিয়েছেন। যুব কংগ্রেস পকোড়া বিক্রি করে প্রতীকী প্রতিবাদ জানায়।

  • 12/12

তাদের হুঁশিয়ারি, সরকার ব্যবস্থা না নিলে আগামী সময় আরও বড়সড় আন্দোলন গড়ে তোলা হবে।

Advertisement
Advertisement