নিম্নচাপের ভ্রুকুটি এখনও কাটেনি। যার জেরে আজ ও কাল অর্থাৎ মঙ্গল ও বুধবার দফায় দফায় ভারী হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
তাদের তরফে জানানো হয়েছে, ১৩ থেকে ১৪ তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। আর বৃষ্টি থামতে পারে ১৫ তারিখ।
আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্গাচক, ডায়মন্ডহারবার, ক্যানিং, সল্টলেক, দমদম, আলিপুর, কাকদ্বীপ, বসিরহাট, জঙ্গিপুর, নলহাটি ইত্যাদি জায়গাগুলিতে ১৩ তারিখ অর্থাৎ আঝ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
কমলা সতর্কতা জারি হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গাতে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।
সেই তালিকাতে রয়েছে, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া ও বীরভূমে।
আবার ১৪ তারিখ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই ২৪ পরগনা, নদিয়া ও উত্তর ২৪ পরগনাতে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, ৫৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সাফ জানিয়েছে, রাজ্যের একাধিক পুরসভা এলাকায় জল জমতে পারে। এছাড়াও নীচু জায়গাগুলিও জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়াও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সব্জি চাষের ক্ষতি হতে পারে জলের জন্য। কিন্তু, বর্ষায় যে ঘাটতি ছিল তা পূরণ হবে। এতে ধানের চাষ ভালো হবে।