Advertisement

কলকাতা

Shivratri Weather Bengal : শিবরাত্রিতেই ঘূর্ণাবর্ত-ফুঁসছে সাগর, রাজ্যে টানা বৃষ্টিও; কতদিন ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2023,
  • Updated 1:39 PM IST
  • 1/10

রাজ্যের আবহাওয়া (West Bengal Weather) নিয়ে বড় আপডেট। শিবরাত্রিতেই (Shivratri Weather) প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস।  ঘূর্ণাবর্তের জেরে ফুঁসছে সাগর। হবে বৃষ্টিও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  

  • 2/10

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় ও ওড়িশায়। 

  • 3/10

আর তার প্রভাব পড়বে রাজ্যেও। সেজন্যই সকাল থেকে মেঘলা আকাশ কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

  • 4/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও। 

  • 5/10

তিলোত্তমার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। 

  • 6/10

বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের নানা জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। 

  • 7/10

তবে উত্তরবঙ্গে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং আর কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে।

  • 8/10

পশ্চিমের জেলাগুলোতে পরপর ৫ দিন পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে। 

  • 9/10

শনিবারের দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি। রবিবার থেকে থেকে রোদ উঠবে। আর দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে।

  • 10/10

আগামী ৩-৪ দিনে তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। আজকের রাতের তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে। এই কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা একইরকম থাকবে। তবে কলকাতা আর দুই চব্বিশ পরগনাতে খানিকটা বৃষ্টি হওয়ার পর আগামী ৪ দিন পরিষ্কার শুষ্ক ওয়েদার থাকবে।

Advertisement
Advertisement