মার্চের শেষেই ঘামছে কলকাতা। ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। তবে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দফায় দফায় বৃষ্টি হবে তিলোত্তমা ও একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। প্রতি ঘন্টায় ৩২-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সন্ধে থেকেই বৃষ্টির সম্ভাবনা।
এছাড়াও কলকাতা, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার একাধিক জায়গাতে বৃষ্টি হবে।
তবে দক্ষিণবঙ্গজুড়ে প্রধানত শুষ্ক আবহাওয়া জারি থাকবে। দক্ষিণবঙ্গের দু-তিন ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বাতাসের আদ্রতা বেশি থাকার কারণে সর্বোচ্চ তাপমাত্রা বেশি অনুভূত হবে।
তবে খারাপ খবর হল পয়লা এপ্রিল থেকে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে ঝাড়গ্রাম, বীরভূমে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোম ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ওই জেলাগুলিতেও প্রতি ঘন্টায় ৩২-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বাড়লেও দক্ষিণবঙ্গের মতো এত গরম বাড়বে না।
কলকাতার ক্ষেত্রে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও বাড়তে পারে।
সর্বনিম্ন তাপমাত্রাও রবিবারের থেকে বেড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস হবে। ২ তারিখ এবং ৩ তারিখ কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
৪ তারিখ থেকে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলিয়াস। ৫ তারিখে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।