Advertisement

কলকাতা

Durga Puja Rain : দুর্গাপুজোর সময়ই ৭ জেলায় বৃষ্টি, জোড়া নিম্নচাপ নিয়ে বড় আপডেট

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2023,
  • Updated 2:59 PM IST
  • 1/9

দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট। পুজোতেও বৃষ্টি হবে। পূর্বাভাস জারি হয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, দুর্গাপুজোর নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 2/9

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, নবমী-দশমীতে আকাশ কালো মেঘে ঢাকতে পারে। কলকাতা-সহ ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 3/9

আবার মৌসম ভবনের তরফে এও জানানো হয়েছে, পুজোর মুখে জোড়া নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যদি তা সত্যিই হয় তাহলে পুজো মাটি করতে পারে বৃষ্টি। 

  • 4/9


আবহাওয়া বিভাগের পূর্বাভাস জোড়া নিম্নচাপ তৈরি হতে পারে পুজোর মুখে। একটি নিম্নচাপ তৈরির ইঙ্গিত বঙ্গোপসাগরে অন্যটি হতে পারে আরব সাগরে।

  • 5/9

তবে আবহাওয়া দফতর সূত্রে এও খবর, ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাব দেখা যাবে।  পশ্চিমের জেলাগুলিতে সকাল-সন্ধ্যার দিকে থাকবে হালকা শীতের অনুভূতি। 

  • 6/9

তাই ষষ্ঠী থেকেই প্যান্ডেল হপিং সেরে নিন। আলিপুরের পূর্বাভাস বলছে, নবমী-দশমী থেকেই আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ৷ 

  • 7/9

ভারী বৃষ্টি না হলেও হাল্কা ও মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টি হতে পারে।

  • 8/9


আবার উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। সেই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং। 

  • 9/9

আবার ভারতের হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব বৃষ্টি, বজ্রপাত, এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement