Advertisement

কলকাতা

Weather Forecast : বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের, কবে?

তপন কুমার নস্কর
  • কলকাতা ,
  • 16 Mar 2022,
  • Updated 5:26 PM IST
  • 1/9

Weather  Forecast : বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। সেটই ধীরে ধীরে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। (সব ছবি প্রতীকী)

  • 2/9

আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১৫ তারিখ সন্ধ্যাবেলায় একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। দক্ষিণ বঙ্গোপসাগরে মাঝ বরাবর এটি তৈরি হয় ।

  • 3/9

আগামী ২০ তারিখ নাগাদ একটা গভীর নিম্নচাপে পরিণত হবে। ২১ তারিখ সকালের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এটি আন্দামানে সংলগ্ন জায়গায় অবস্থান করব।

  • 4/9

তারপর ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর দিকে অগ্রসর হবে। ২২ তারিখ উত্তর-উত্তরপূর্ব দিকে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে এগোবে।

  • 5/9

তবে ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের কোনও সমস্যা হবে কিনা, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। 

  • 6/9

তবে এই ঘূর্ণিঝড়টি অনেকটাই শক্তিশালী থাকবে। এর অভিমুখ আপাতত রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার উপকূল অঞ্চলের দিকে। 
 

  • 7/9

আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

  • 8/9

৫ দিন পরে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে দিনের তাপমাত্রা পরিবর্তন হবে না।

  • 9/9

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ৩ দিন তাপমাত্রা আরও বাড়বে। হাওয়া অফিসের অনুমান অনুমান তাপমাত্রা ২ ডিগ্রি মতো বৃদ্ধি পেতে পারে। 

Advertisement
Advertisement