Advertisement

কলকাতা

Weather Forecast: রাজ্যে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কত দিন চলতে পারে?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 May 2022,
  • Updated 8:21 AM IST
  • 1/9

Weather Forecast: চলতি মাসের শেষের সবকটি দিনই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৩১ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টিপাত হতে পারে। 

  • 2/9

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজায় ছিল কালবৈশাখীর দাপট। হাওয়া অফিস জানিয়েছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। 
 

  • 3/9

আবহাওয়া দফতরের আভাস মতে ২৯ তারিখ ঝড়ের দাপট বেশি থাকতে পারে। গোটা দক্ষিণবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। 
 

  • 4/9

শুক্রবার সকাল থেকেই রয়েছে চড়া রোদের দাপট। তবে প্রতিদিনই দুপুরের পরেই আকাশে মেঘলা ভাব আসছে।

  • 5/9

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। 

  • 6/9

উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বিশেষ কোনও পার্থক্য হবে না। আগামী ২৯ এবং ৩০ তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। 

  • 7/9

তবে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গ থেকে এখনও ভ্যাপসা গরমের প্রভাব কাটেনি। ফলে বেলা বাড়তেই ক্রমশ বাড়ছে অস্বস্তি। 

  • 8/9

হাওয়া অফিসের মতে, আগামী কয়েকদিন তাপমাত্রার পার্থক্য খুব একটা বেশি হবে না।

  • 9/9

গোটা দক্ষিণবঙ্গই আপাতত কয়েকদিন ভিজতে চলেছে। ফলে কিছুটা হলেও প্রবল গরম থেকে রেহই পেতে চলেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। 
 

Advertisement
Advertisement