Weather Forecast: চলতি মাসের শেষের সবকটি দিনই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৩১ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজায় ছিল কালবৈশাখীর দাপট। হাওয়া অফিস জানিয়েছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতরের আভাস মতে ২৯ তারিখ ঝড়ের দাপট বেশি থাকতে পারে। গোটা দক্ষিণবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কবার্তা।
শুক্রবার সকাল থেকেই রয়েছে চড়া রোদের দাপট। তবে প্রতিদিনই দুপুরের পরেই আকাশে মেঘলা ভাব আসছে।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বিশেষ কোনও পার্থক্য হবে না। আগামী ২৯ এবং ৩০ তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।
তবে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গ থেকে এখনও ভ্যাপসা গরমের প্রভাব কাটেনি। ফলে বেলা বাড়তেই ক্রমশ বাড়ছে অস্বস্তি।
হাওয়া অফিসের মতে, আগামী কয়েকদিন তাপমাত্রার পার্থক্য খুব একটা বেশি হবে না।
গোটা দক্ষিণবঙ্গই আপাতত কয়েকদিন ভিজতে চলেছে। ফলে কিছুটা হলেও প্রবল গরম থেকে রেহই পেতে চলেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।