Advertisement

কলকাতা

Weather Forecast : জাঁকিয়ে ঠান্ডা বাংলায়, কতদিন চলবে? যা জানাচ্ছে হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jan 2022,
  • Updated 7:48 AM IST
  • 1/8

জানুয়ারির শেষে এসে ঝোড়ো ব্যাটিং শীতের। হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নামবে। 

  • 2/8

জানুয়ারির মাঝামাঝি সময়ে এসে তাপমাত্রা খানিকটা বেড়ে গিয়েছিল। ফলে শীতের দাপট তেমনভাবে অনুভব করতে পারছিলেন না অনেকেই। 
 

  • 3/8

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 4/8

আবহাওয়া দফতর বলেছে, আপাতত আকাশ পরিষ্কারই থাকবে। সেই সঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।

  • 5/8

আগামী ৩-৪ দিন তাপমাত্রা ঠান্ডা থাকবে। আরও বেশ খানিকটা তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস। 

  • 6/8

তবে ৩-৪ দিন পরে তাপমাত্রা আরও বাড়তে পারে। তারপর থেকে পারদ ক্রমশ বাড়তে থাকবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। 

  • 7/8

ভোরের দিকে রাজ্যের জেলায় জেলায় বজায় থাকবে কুয়াশার দাপট। ফলে গাড়িচালকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

  • 8/8

তবে জানুয়ারির শেষে ঠান্ডার দাপট চুটিয়ে অনুভব করছেন বঙ্গবাসী। 

Advertisement
Advertisement