Advertisement

কলকাতা

Weather Update : কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ, দক্ষিণবঙ্গেও লাগাতার ২ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2023,
  • Updated 6:35 PM IST
  • 1/10

আবহাওয়ার বদল রাজ্যে। কালো মেঘে ঢাকল কলকাতা। জারি বৃষ্টির পূর্বভাস। বৃহস্পতিবার থেকেই রাজ্যে বৃষ্টি-ঝড়-জল। এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। গত দুইদিন কিছুটা হলেও বৃষ্টি থেমেছিল। তবে এবার ফের বর্ষণ শুরু হতে চলেছে। 
 

  • 2/10


বৃষ্টির সঙ্গে ঝড়, বজ্রপাতের সম্ভাবনাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও ঝড় হবে ? আসুন দেখে নিই। 

  • 3/10

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ওড়িশা উপকূলে নিম্নচাপ শক্তি হারাচ্ছে। নিম্নচাপ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করবে দক্ষিণ ওড়িশাতে। এটি ওড়িশার পর ছত্তিশগড় হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে।

  • 4/10

মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ উড়িষ্যা থেকে সরে ক্রমশ দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে যাবে। ৭ তারিখ দক্ষিণবঙ্গে এবং আট তারিখ উত্তরবঙ্গের দিকে প্রবেশের সম্ভাবনা রয়েছে। 

  • 5/10

৭ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে। 

  • 6/10

বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি ওয়াইড স্প্রেড হতে পারে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার। আবার শুক্রবারে ও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি।তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।  তাপমাত্রা বাড়বে।

  • 7/10

এদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবারের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হবে। 

  • 8/10

বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা।

  • 9/10

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনও ২৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। শুধুমাত্র কলকাতাতেই বৃষ্টির ঘাটতি ২৮ শতাংশ। 

  • 10/10


কিন্তু, উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি স্বাভাবিক বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা

Advertisement
Advertisement