Advertisement

কলকাতা

Rain : মহাষ্টমীতেই আবহাওয়ার বড়সড় বদল, গভীর নিম্নচাপ-লাগাতার বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Oct 2023,
  • Updated 2:53 PM IST
  • 1/11

দুর্গাপুজোর আবহাওয়ার বড়সড় বদল। সপ্তমীর দিন আবহাওয়া ঠিক থাকবে। তবে অষ্টমী থেকেই বদলে যাবে আবহাওয়া। এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের। কারণ নিম্নচাপ। 

  • 2/11

আসলে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ মহাষ্টমীর দিনই গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়াবিদরা মনে করছেন, এই নিম্নচাপের জেরেই অষ্টমীর দিন বৃষ্টি হতে পারে

  • 3/11

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ম তারপর বাঁক খেয়ে বাংলাদেশের দিকে চলে যাবে। আর বাংলাদেশের দিকে যাওয়ার সময়ই ভেজাতে পারে এই রাজ্য। 

  • 4/11

সুতরাং অষ্টমীর দিনই বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায়।

  • 5/11

তবে নবমী থেকে জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • 6/11

বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। বৃষ্টির পরিমাণ হাল্কা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা বেশি। 

  • 7/11


 নবমীর দিন থেকে বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে পূর্বাভাস, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় বৃষ্টি হতে পারে। 

  • 8/11


আবার দশমী ও একাদশী অর্থাৎ ২৪ এবং ২৫ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে। 

  • 9/11

এই ২ দিনই দক্ষিণবঙ্গের বাকি জেলায় আকাশের মুখ ভার থাকবে। কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

  • 10/11


নিম্নচাপ এতটাই গভীর হতে পারে যে, মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। এর জেরে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

  • 11/11


সেজন্য পর্যটকদের সাবধানে থাকতে হবে। আবার দশমী ও একাদশীতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
 

Advertisement
Advertisement