Advertisement

কলকাতা

Weather West Bengal : রাজ্যে আবহাওয়ার বিরাট বদল, ১২ ডিগ্রির নিচে তাপমাত্রা; হবে তুষারপাতও ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Dec 2022,
  • Updated 5:31 PM IST
  • 1/9

রাজ্যে আবহাওয়ার বড়সড় বদল হতে চলেছে। তার পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়বে। সঙ্গে তুষারপাতও হবে বলে পূর্বাভাস। 

  • 2/9

এবছর এখনও পর্যন্ত রাজ্যে ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা নামেনি। তবে এবার সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ছুটির দিন শনি ও রবিবারই তাপমাত্রার বিরাট বদল হবে।

  • 3/9

সেদিন কলকাতার তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রিরও কম। আবার জেলাগুলিতেও তাপমাত্রা  নামবে। তা হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের কম। 

  • 4/9

আবহাওয়া দফতরের পূর্বাভাস, জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যজুড়ে তৈরি হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নামবে।

  • 5/9

কেন আবহাওয়ার বদল ? হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বৃহস্পতিবার থেকে বইবে। কলকাতা ও উপকূলের জেলাগুলিতে শুক্রবার থেকে উত্তুরে হওয়া বইতে শুরু করবে। 

  • 6/9

কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করলে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা হু হু করে নামবে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে।  

  • 7/9

তবে উত্তরবঙ্গে আবার হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় এই বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার তা হতা পারে। 

  • 8/9

খুশির খবর পর্যটকদের জন্যও। উত্তরবঙ্গে জাঁকিয়ে ঠান্ডার পাশাপাশি  সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। সঙ্গে বৃষ্টিও হবে।

  • 9/9

কলকাতা ও আশপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে দেখা যাবে। পরিষ্কার আকাশ থাকবে সারাদিন। দৃশ্যমানতায় আপাতত সমস্যা হবে না। 

Advertisement
Advertisement