রাজ্যে নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দু এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৬ তারিখ থেকে বিদায় নিচ্ছে বর্ষা।
বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জায়গায় খুব সম্ভবত মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে।
বিগত কয়েকদিনের অতিবৃষ্টির আসানসোল, হুগলি, বাঁকুড়ার একাধিক এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। সব থেকে বিপাকে পড়েছেন সেখানকরা সাধারণ মানুষ।
একাধিক অস্থায়ী বাঁধ ভাঙার পরে প্রচুর গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। আগামী দুদিন তাপমাত্রা বাড়বে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।
হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে নতুন করে ফের কোনও নিম্নচাপের এখন সম্ভাবনা নেই। তবে বেশ কিছু জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ৪ তারিখ থেকে কিছু জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, এ বছর দেরিতে বিদায় নিচ্ছে বর্ষা। প্রায় দু সপ্তাহ দেরিতে বর্ষা বিদায় নিচ্ছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বর্ষা বিদায় নেবে।