সোমবার রাজ্যে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা বাড়ছে। ফলে সেই সময়ে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে।
তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , হাওড়া, হুগলি ও নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
মঙ্গলবারে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা। কলকাতাতেও হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার থেকে বাকি জেলার মতো কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে।
মৎস্যজীবীদের রবিবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
মৌসুমী অক্ষরেখা গয়া থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সময়ে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে।
আগামী ৮ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। সবকটি জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।