Advertisement

কলকাতা

দেখা নেই বর্ষার, ভ্যাপসা গরম নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস

Aajtak Bangla
  • 15 Jul 2021,
  • Updated 7:35 AM IST
  • 1/6

দক্ষিণবঙ্গে কার্যত ভ্যাপসা গরমের পরিস্থিতি। মাঝে মাঝে হাল্কা বৃষ্টির দেখা মিলছে, কিন্তু গরমে কার্যত অস্বস্তিতে শহরবাসী। এখনও রাজ্যে ভারী বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনাই নেই। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 2/6

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।  ১৬ তারিখের পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তখন উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 3/6

আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকছে। গরম বাড়ায় নাজেহাল সকলে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও রেহাই মিলছে না গরম থেকে। 

  • 4/6

অনেক আগে মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করলেও, এখনও বর্ষার বৃষ্টি থেকে বঞ্চিত রাজ্যবাসী। সেক্ষেত্রে জানা যাচ্ছে, বারবার নিম্নচাপ অক্ষরেখা তৈরির জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
 

  • 5/6

কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিপাতে ভিজেছিল শহর কলকাতা। রেকর্ড পরিমাণে সেই বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে গিয়েছিল কলকাতার গুরুত্বপূর্ণ এলাকাগুলি। তারপর থেকেই শহরে খুব একটা ভারী বৃষ্টিপাত হয়নি।
 

  • 6/6

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

Advertisement
Advertisement