Advertisement

কলকাতা

Weather Prediction : বৃষ্টি আসছে? গরম নিয়ে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Apr 2022,
  • Updated 7:43 AM IST
  • 1/9

Weather Prediction : নতুন করে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের খুব একটা আশা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পার্থক্য হবে না। এমনটাই মনে করছে আবহাওয়া দফতর।

  • 2/9

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আর্দ্রতার পরিমাণ বাড়বে। ফলে ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। 

  • 3/9

শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।

  • 4/9

বেলা বাড়তেই থাকছে চড়া রোদের দাপট। ফলে প্রবল সমস্যা পড়েছেন পথচারীরা। সেই সঙ্গে রয়েছে গুমোট আবহাওয়া। 

  • 5/9

হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে এখন কোনও ওয়েদার সিস্টেমই নেই। ফলে আপাতত ভ্যাপসা এই গরম থেকে রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। 

  • 6/9

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের জন্য রয়েছে সুখবর। সেখানে বেশ কিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস।

  • 7/9

দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে আগামী কয়েকদিন। 

  • 8/9

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই কয়েকদিন ধরে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে।

  • 9/9

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বীরভূম এবং নদিয়াতে হাল্কা বৃষ্টিপাত হলেও হতে পারে। 

Advertisement
Advertisement