প্রবল বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে মহাষ্টমীর দিন কলকাতা-সহ দক্ষিণবক্ষের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মহাষ্টমীর সকালে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস সকাল ১১ টা থেকে পরবর্তী দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে যে কোনও সময় এই দুর্যোগ হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ কেমন হতে পারে, তা নিয়ে কিছু জানা যায়নি।
কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
আগেই হাওয়া অফিস জানিয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির কয়েকটি জায়গায় দু'এক পশলা বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গে বর্ষণের সম্ভাবনা নেই।
তবে দশমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়বে। একাদশী এবং দ্বাদশীতে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আবার নবমীতে উপকূলবর্তী দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় আরও কিছুটা বেশি জায়গায় বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলিতেও বৃষ্টি বাড়বে।
তবে নবমীর দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।