Advertisement

ইউটিলিটি

Special Local Trains: পুজোয় রাতভর বেশ কয়েকটি স্পেশাল লোকাল ট্রেন! দেখুন সূচি

Aajtak Bangla
  • 13 Oct 2021,
  • Updated 12:52 PM IST
  • 1/7

মহামারীর আতঙ্ক, অপর্যাপ্ত গণপরিবহণ, খারাপ আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ পথে নেমেছেন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দুর্গাপুজো উপলক্ষে। খিদে, তেষ্টা, ক্লান্তি ভুলে সেরা বারোয়ারি পুজোর ঠিকানায় পৌঁছে যাচ্ছেন ম্যাপ দেখে, খোঁজ নিয়ে।

  • 2/7

শহরতলি, মফস্বল থেকে কাতারে কাতারে মানুষ ভিড় করছেন কলকাতার পুজো দেখার জন্য। উৎসবমুখর জনজোয়ারে হাওড়া ও শিয়ালদহমুখী ট্রেনগুলিতেও ভিড় এখন উপচে পড়ছে। এই বাড়তি ভিড়ের চাপ সামাল দিতে রাতেও বেশ কয়েকটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হচ্ছে।

  • 3/7

পুজোর বাড়তি ভিড়ের চাপ সামাল দিতে রাতে ১২টি অতিরিক্ত স্পেশাল লোকাল ট্রেন চলছে হাওড়া ডিভিশনে। শিয়ালদহ ডিভিশনেও রাতে প্রয়োজন মতো ট্রেন চলবে। অতিরিক্ত স্পেশাল ট্রেনগুলি চলবে সপ্তমী থেকে নবমী পর্যন্ত। চলুন রাতে কখন কোন ট্রেন পাওয়া যাচ্ছে, তা জেনে নেওয়া যাক...

  • 4/7

হাওড়া থেকে বর্ধমান মেন শাখার জন্য রাত ১২টা ৪৫ মিনিটে একটি ট্রেন ছাড়বে। ট্রেনটি বর্ধমান পৌঁছবে ভোররাত ৩টে ১০ মিনিটে।

  • 5/7

বর্ধমান থেকে হাওড়ার জন্য রাত ৯টা ৩০ মিনিটে একটি ট্রেন ছাড়বে, যেটি রাত ১২টা ০৫ মিনিটে হাওড়া পৌঁছবে। হাওড়া থেকে বর্ধমান কর্ড লাইনের লোকাল ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। রাত ১০টা ৩০ মিনিটে বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশে আরও একটি ট্রেন ছাড়বে।

  • 6/7

রাত ১টা, রাত ১টা ৫০ মিনিট আর রাত ২টো ৫০ মিনিটে হাওড়া থেকে তিনটি ব্যান্ডেল লোকাল ছাড়বে। একই ভাবে ব্যান্ডেল থেকে হাওড়ার জন্যেও তিনটি ট্রেন ছাড়বে রাত সাড়ে ১১টায়, রাত সাড়ে ১২টায় আর রাত দেড়টায় (১টা ৩০ মিনিটে)।

  • 7/7

শেওড়াফুলি থেকে রাত সাড়ে ১২টার সময় তারকেশ্বরের জন্য একটি ট্রেন ছাড়বে। রাত ১১টা ১০ মিনিটে তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশেও একটি ট্রেন ছাড়বে। শিয়ালদহ ডিভিশনে এমন কোনও ঘোষণা করা না হলেও, ভিড়ের চাপ সামাল দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement