কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি। শুক্রবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়।
এদিন সকাল থেকে ভ্যাপসা গরম ছিল। সেই সঙ্গে আকাশ ছিল মেঘলা।
গোটা সপ্তাহেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে কমেছে সর্বোচ্চ তাপমাত্রা।
এদিন বজ্রপাতের সঙ্গে প্রবল বৃষ্টিপাত হয় জেলাজুড়ে। সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট।
এদিন প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে চলে এই ঝড় বৃষ্টি। বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে যায়।
আচমকা এই ঝড়ে বিপাকে পড়েন পথচারীরা। সেই সঙ্গে সমস্যায় পড়েন গাড়িচালকেরাও।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এমন ঝড়বৃষ্টির আবহ আগামী কয়েকদিন চলতে থাকবে।
সেইসঙ্গে মাঝারি থেকে হাল্কা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর ফলে গরমের দাপট কিছুটা কমবে।
শুক্রবার রাত সাড়ে ৯টার পরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টিপাত নামে।