Weather Update: ৬ অক্টোবর বর্ষা বিদায় শুরু দেশে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেবে। বাংলায় বর্ষা-বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ বছর তা কিছুটা পিছোবে বলেই আশঙ্কা।
রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিহারে প্রবল বৃষ্টি হতে পারে। বাড়বে জলাধার ও নদীর জলস্তর।
ঘূর্ণিঝড় গুলাব শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল। আগামী ২৪ঘন্টার মধ্যে এটি ফের ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পাকিস্তানের দিকে অভিমুখ।
এর ফলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি কমবে। আবহাওয়া দফতরের অনুমান বুধবার থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে।
সুস্পষ্ট নিম্নচাপ বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গের ওপর এটির অবস্থান। একটি অক্ষরেখা রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর থেকে অন্ধ্র উপকূল পর্যন্ত।
এবার উত্তরবঙ্গ
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। এ ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে। আগামী দু'দিন তাপমাত্রা বাড়বে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।
কলকাতার ছবি
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.৮ মিলিমিটার।
সতর্কবার্তা
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে মহারাষ্ট্র গুজরাট উপকূলে আরব সাগরের জন্য। আগামী ৪৮ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলের বঙ্গোপসাগরের জন্য কোন সতর্কবার্তা নেই।
ভারতে যা হওয়ার সম্ভাবনা
আগামী ২৪ ঘণ্টায় সৌরাষ্ট্র কচ্ছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টি হবে বিহারে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস বিহার জুড়ে। আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে। দক্ষিণের অন্ধ্রপ্রদেশ তামিলনাডু কেরালা সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিন। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।