Advertisement

কলকাতা

Weather Update : দু'-একদিনে কমবে তাপমাত্রা, তারপর শীতের পরশ?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2021,
  • Updated 8:08 AM IST
  • 1/10

Weather Update: কাল, শনিবার রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা। দিন তিনেক পর দেশে থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। 

  • 2/10

আগামী ২৩ অক্টোবর এ রাজ্য থেকে এবং ২৬ অক্টোবর সারা দেশ থেকে বিদায় নিচ্ছে বর্ষা। জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যে টুকরো মেঘ রয়েছে কয়েকটি এলাকায়, তা-ও আগামী ২৩ তারিখ এ রাজ্য থেকে বিদায় নেবে।

  • 3/10

তবে আগামী দু'-একদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তারপর রাতের দিকে তাপমাত্রা একটু কমতে শুরু করবে। শীত কবে ঢুকছে তা এখনই বলা যাচ্ছে না।

  • 4/10

আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন সেখানে একই পরিস্থিতি থাকবে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।

  • 5/10

সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তারপর থেকে আবাহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস আবহাওয়াবিদদের।

  • 6/10

এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের কেমন পরিস্থিতি থাকতে পারে। সেখানে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 7/10

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 8/10

এর পাশাপাশি আগামী কয়েকদিনও সেখানে একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। মানে সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

  • 9/10

কলকাতার আবহাওয়া কেমন থাকবে, জেনে নেওয়া যাক। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। 

  • 10/10

আজ, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আকাশ মেঘলা থাকতে পারে। কাল, শনিবারও কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে টানা কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টির কারণে উৎসব মাটি হয়নি, এই যা। পুজোর সময় রাজ্যে বৃষ্টি হয়েছে। একই অবস্থা ছিল লক্ষ্মীপুজোর সময়ও। 

Advertisement
Advertisement