Advertisement

কলকাতা

Weather Update : উত্তরে বৃষ্টির হাতছানি, দক্ষিণবঙ্গে হেমন্তের ছোঁয়া, মনোরম আবহাওয়া

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 23 Oct 2021,
  • Updated 8:12 AM IST
  • 1/14

Weather Update: রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে দেরি করেছে। যার জেরে দুর্গাপুজোর সময় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে লক্ষ্মীপুজোর সময়ও। আর এর জেরে ভেসেছে বাংলা।

  • 2/14

তবে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন সামান্য বৃষ্টি হতে পারে। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

  • 3/14

তাপমাত্রা কমলেও এখনই তাকে শীত বলা যাবে না। 

  • 4/14

আগামী কয়েকদিন আরামদায়ক আবহাওয়া থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সকাল ও রাতের দিকে মনোরম পরিবেশ থাকবে। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। তাঁরা জানাচ্ছেন, হালকা শীতের আমেজ।

  • 5/14

উত্তরবঙ্গে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা। সেখানকার ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারপর থেকে আরও কিছুদিন পার্বত্য এলাকায় মানে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস।

  • 6/14

কলকাতায় সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে তাপমাত্রা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় বর্ষা-বিদায় বাংলা থেকে। মঙ্গলবারের মধ্যে বর্ষা বিদায় দেশ থেকে।

  • 7/14

দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া থাকবে শুষ্ক প্রকৃতির। সেখানকার সব জেলায় একই ছবি থাকার কথা। 

  • 8/14

উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলির আবহাওয়া আগামী কয়েকদিন শুষ্ক প্রকৃতির থাকবে। ২৮ অক্টোবর, বৃহস্পতিবার থেকে তা বদলের সম্ভাবনা থাকছে।

  • 9/14

কলকাতায় তাপমাত্রার ফারাক কিছু নেই। পরে ২-৩ ডিগ্রি রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

  • 10/14

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অক্টোবরের শেষ যেমন থাকে হেমন্তের ছোঁয়া। গরম চলছিল বা অস্বস্তিকর আবহাওয়া ছিল, সেটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতে বা সকালের দিকে মনোরম আবহাওয়া থাকবে।

  • 11/14

দক্ষিণ-পশ্চিম দিক থেকে বা দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের দিক থেকে যে হাওয়া ঢুকছিল, তা বিদায় নিয়েছে বা বিদায় নেওয়ার দিকে।

  • 12/14

কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে, দেখে নেওয়া যাক।

  • 13/14

শুক্রবার তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। 

  • 14/14

আজ, শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কাল, রবিবার থেকে আকাশ পরিষ্কার থাকতে পারে।

Advertisement
Advertisement