Weather Update: বুধবার দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে।
চলতি বর্ষার মরসুমে বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়নি।
সেই সঙ্গে বাড়ছে গরম। সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও দুপুরের বেশ গরম ভালোই টের পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
তবে দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি থাকলেও উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
কয়েকদিন আগে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। তবে এবার কমবে বলে অনুমান করা হচ্ছে।
তবে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জন্য এখনও কোনও সুখবর দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টিপাত না হওয়ায় চাষাবাদেও বিপুল ক্ষতি হচ্ছে দক্ষিণবঙ্গে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটার অপেক্ষায় রয়েছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।