Weather Update : রাজ্যে আগামী কয়েকদিন দিনের বেলার তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। ফলে গরম আরও বাড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। কিন্তু ভোরের দিকে হাল্কা ঠান্ডার আমেজ থাকবে।
বর্তমানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, এই তাপমাত্রা আরও বাড়বে। আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার বিশেষ কোনও পার্থক্য আগামী কয়েকদিন লক্ষ্য করা যাবে না।
দার্জিলিং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস।
বেলা বাড়তেই চড়া রোদের দাপট থাকবে। আগামী কয়েকদিন সেই সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা আরও বাড়বে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই।
রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।