আবহাওয়া নিয়ে বড় খবর। রবিবার থেকেই রাজ্যের আকাশে কালো মেঘ। টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস জারি কলকাতা-সহ একাধিক জেলাতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তো দফায় দফায় বৃষ্টি হবে। এর ফলে মাঠে থাকা আলুর ক্ষতি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে রাজ্যের আবহাওয়া ফের স্বাভাবিক হবে তবে তার আগে রবিবার থেকে শুরু হবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, বৃষ্টি শুরু হয়ে যাবে রবিবার থেকেই, মঙ্গলবার পর্যন্ত তা চলবে। বুধবার থেকে কিছু জেলায় আবহাওয়ার পরিবর্তন হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। তবে সোমবার থেকে বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায়।
একইসঙ্গে বৃষ্টি হবে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নদিয়ায়।
তবে সব থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে। প্রায় সব জেলাতেই বুধবারের মধ্যে বৃষ্টি কমে গেলেও বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার।
আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
ঝড়-বৃষ্টির সঙ্গে আবার ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলাতে। তালিকায় আছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ইত্যাদি জেলা।
দক্ষিণবঙ্গ শুধু নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার উত্তরের সব ক’টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।