মঙ্গলবারের তুলনায় বুধবার রাজ্যে কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১,৯২৫। মঙ্গলবার এই আক্রান্তের সংখ্যা ছিল ১,৮৫২।
বাংলায় কমেছে মৃত্যু সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৭,৪৭৫ জন।
বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৮৭,৩৬৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২২,৩৭৮ জন।
শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা মুক্ত হয়েছেন ২,০১৭ জন। এখনও পর্যন্ত মোট বাংলায় করোনা মুক্ত হয়েছেন ১৪,৪৭,৫১০ জন।
জেলা ভিত্তিক সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ২১৬ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। তারপরেই রয়েছেন কলকাতা ও দার্জিলিং। এই দুই জেলায় আক্রান্ত হয়েছে ১৭৮ এবং ১৬৯ জন।
রাজ্যে সুস্থতার হার ৯৭ শতাংশ। এদিন মুখ্যমন্ত্রী জানান, ২কোটি টিকা আমরা দিয়েছি। ৩৩ লাখ ডোজ দেওয়া হয়েছে সুপার স্প্রেডারদের। জুলাই মাসের মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন দেবো আমরা।