বাংলায় ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। ২৩ তারিখ এই সংখ্যাটা ছিল ৫১৩। অর্থাৎ ৪ দিন বাংলায় দৈনিক করোনা আক্রান্ত বেড়েছে প্রায় ২০০ জন।
গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিডে মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও পর্যন্ত বাংলায় মোট করোনায় মৃত্যু হয়েছে ১৮,৪০২ জনের ।
অন্যদিকে দেশেও সংক্রমণ ৪০ হাজারের উপরে উঠে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪,৬৫৮ জন।
একদিনে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪,৩৬,৮৬১ জনের।
তবে সবথেকে উদ্বেগ ছড়াচ্ছে কেরল। শেষ ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্ত হয়েছে ৩০,০৭৭ জন। তারপরেই মহারাষ্ট্র। দৈনিক আক্রান্তের সংখ্যা ৫,১০৮ জন।
ফলে দুটি রাজ্যে ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। তৃতীয় ঢেউ চলতি বছরের শেষে আসতে পারে। তাতে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা।