Bengal Summer Update : দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। উত্তরে দিনকয়েক ধরে বৃষ্টি হলেও, দক্ষিণে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে ভোরের দিকে মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়তেই তাপমাত্রা বৃদ্ধি পাবে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। বেলা বাড়তেই চড়া রোদের দাপট থাকবে।
তবে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই হবে না। ফলে কিছুটা স্বস্তিতে থাকবে বঙ্গবাসী।
দক্ষিণবঙ্গে এর মধ্যে আদৌ বৃষ্টিপাত হবে কিনা, এমন কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস
বিগত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাত হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও দেখা পাওয়া যায়নি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপাতত বড় কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।